আমি জিহ্বাকে ভাষাতত্ত্ব শিখিয়েছি ।। নয়ন আহমেদ
যেরূপ- নিমফুল নক্ষত্রের মতো ফুটে থাকে
যেরূপ- জুঁই ক্রমাগত ফরশা হতে থাকে
যেরূপ- রজনীগন্ধার দিনলিপি শুভ্র হতে থাকে
যেরূপ- বেলী স্বাভাবিক দিনযাপনে অভ্যস্ত হতে থাকে
যেরূপ- গোলাপ বয়ঃসন্ধির সাংরাশ অতিক্রম করতে থাকে
যেরূপ- পদ্ম ভোরের দুয়ার খুলতে থাকে
যেরূপ- ডালিয়া, কসমস রোদের নামতা পড়তে থাকে
আমি সেইরূপ মুহম্মদ মুহম্মদ বলে সুন্দর হতে থাকি।
যেরূপ- রোদ গমের মতো পুষ্ট হতে থাকে
যেরূপ- চাঁদ অবশ্যম্ভাবী রঙ মাখতে থাকে
যেরূপ- গ্রহ তার অস্তিত্ব রক্ষা করতে থাকে
যেরূপ- মাটি ফসলের জন্য প্রস্তুত হতে থাকে
যেরূপ- নদী জলের সংসার পেতে থাকে
যেরূপ- রোগ শুশ্রূষার দিকে যেতে থাকে
যেরূপ- আনন্দ জীবনকে আবেষ্টন করে থাকে
আমি সেইরূপ মুহম্মদের মুখমণ্ডলের দিকে চেয়ে থাকি।
যেরূপ- মা সন্তান হারিয়ে গেলে অস্থির হয়ে থাকে
যেরূপ-চোখ দেখার জন্য প্রস্তুত থাকে
যেরূপ- অন্ধ চোখের জন্য আকুল থাকে
যেরূপ- মাতৃত্ব নারীর জন্য নির্ধারিত থাকে
যেরূপ- প্রেম হৃদয়ের জন্য অপেক্ষা করে থাকে
যেরূপ- সবুজ ক্লোরোফিলের জন্য অবধারিত থাকে
যেরূপ- পৃথিবী মানুষের জন্য সর্বংসহা হয়ে থাকে
আমি সেইরূপ মুহম্মদের হয়ে আছি।
আমি মুহম্মদ মুহম্মদ বলে জিহ্বাকে ভাষাতত্ত্ব শিখিয়েছি।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/samoiki
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801720070848
🔗 E-MAILL
samoikionline@gmail.com
No comments