ভ্রমণ ।। নয়ন আহমেদ


ভ্রমণ
নয়ন আহমেদ

একটা গোল রাত্রির ভেতরে
একটা সুস্থির ধারণাপ্রসূত জলের ভেতরে
একটা চ্যাপ্টা পাতার আকারে
            দুই দিকে প্রসারিত আনন্দের ভেতরে
ভ্রমণ করতে করতে জানা গেলো 
             রূপকথা- মিশ্রিত ভূখণ্ডের কথা।

সেখানে সূর্যোদয় হয়
               সর্বজনীন ইচ্ছার উদর থেকে।
আর রাত্রিরা নেমে আসে রাজহাঁসের গ্রীবা থেকে;
                   ধীরে ধীরে আর্তনাদসমূহ মুছতে মুছতে।

এসো, আনন্দস্বরূপা আনারের বোঁটা ধরে থাকি 
              আরও একবার।
এসো, ভ্রমণ করি আরও একবার।

No comments

Powered by Blogger.