ভূকম্পন ।। নয়ন আহমেদ

ভূকম্পন
নয়ন আহমেদ

এই নাতিশীতোষ্ণ পাঠ্যক্রমে;
গার্হস্থ্য-ভূগোলে-
একটা নীতিশাস্ত্র-পড়ুয়া পৃথিবীর শয্যাগৃহে
তুমি পরিবেশন করছো আবহাওয়া-সংবাদ।
সবুজ ওড়নার মতো বৃষ্টি হবে।
এই বার্তা শুনে হেসে উঠলো আসবাব; 
কলরব করে উঠলো পৃথিবী। 

কয়েকটা নাশপাতি কেটে প্লেটে সাজাতে সাজাতে বললে- 
দ্যাখো, প্রেম ও শুভকামনার বর্ণমালা।
তোমার নাকটা একটু ছুঁয়ে দিতেই নড়ে উঠলো পৃথিবী।
রিখটার স্কেলে তার কাঁটা ঘুরে দাঁড়ালো ৩.৫ ।

একটা মৃদু ভূকম্পন হলো।

No comments

Powered by Blogger.