দুপুর বেলা ।। নয়ন আহমেদ

দুপুর বেলা
নয়ন আহমেদ


বিকেল বেলার ফিনফিনে রোদ; বোতল ভরে রাখি
মনের ভেতর ধানের খেতের উড়ছে আঁখিপাখি
সেই পাখিকে একাই ডাকি; একাই বাসি ভালো
দূর হয়ে যায় হিংসারাশি; পালায় দূরে কালো।

সকাল বেলা সোনায় মোড়া রোদের বাড়িঘর
সেই ঘরেতে কুটুম এসে ভাঙলো দুইপহর
পরকে আপন করতে গিয়ে জলের লেখা পড়ি
প্রেমের ধুলোবালি দিয়েই একটা ম’জিদ গড়ি
এমন করেই কাটছিলো বেশ; গম-রঙিলা দিন
পৃথিবীতে এলো নেমে ইহুদি এক বীণ
সাপের মতো হিসহিসিয়ে আসে হিংসা-ভয়
ভয়ের লাটিম ঘুরছে শুধু; রৌদ্র হলো ক্ষয়।

দুপুর বেলা আকাশ জুড়ে মেঘ করেছে কালো
পৃথিবীতে ঘৃণা এখন; দূরে গেছেন ভালো।

No comments

Powered by Blogger.