হযরত মুহাম্মদ স. ।। নয়ন আহমেদ

 
হযরত মুহাম্মদ স.
নয়ন আহমেদ


যে দিন তোমার নাম জেরিন হরফে-
লেখা হলো, আর এই মহীয়ান রোদ-
বুনে গেলো ধান-বীজ। অথচ ছরফে
সুদৃঢ় আবৃত ছিলো দৃশ্যের বোধ।

সেই তো দিবস শুরু; একে একে আলো
তারপর যাপনের সে লাল গোলাপ-
মুছে ফেলে ক্রমাগত কুৎসিত কালো
এমন সোনালি প্রভা; প্রেমের জোলাপ।

ইমানের দীপ জ্বলে, যেমন রাতের-
আঁধার পেরিয়ে আসে জুঁইফুল ভোর
সেরকম পৃথিবীতে শুভ প্রভাতের-
সুখবর পেয়ে খোলে মুক্তির ডোর।

নামের দরুদ পড়ে জিন-ইনসান
পৃথিবী ছতর ঢাকে; হয় বেগবান।

No comments

Powered by Blogger.