নয়ন আহমেদ’র কবিতা

 
নয়ন আহমেদ ১৯৭১ সালের ১৫ অক্টোবর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা মোহাম্মদ আবদুর রব ও মা আলেয়া বেগম এর চার সন্তানের মধ্য সবার বড় সন্তান। তিনি মাধ্যমিক পাস করেন গ্রামের স্কুল থেকে। এরপর বরিশাল কলেজ থেকে এইসএসসি। বাংলাভাষা ও সাহিত্যে অনার্সসহ এমএ করেন বিএম কলেজ থেকে। নয়ন আহমেদ নব্বই দশকে লেখালেখি শুরু করেন। প্রেম, প্রকৃতি, মানবতাবোধ, আধ্যত্মিকতা তার কবিতার প্রধান বিষয়। কবিতায় তিনি প্রাচ্য-প্রতীচ্য মিথ ও ইসলামি ঐতিহ্য ব্যবহার করেন। তার কবিতা বইসমূহ ‘আমার বিবাহিত শব্দরা; খনিঘুম; মারেফত সিরিজ; এককাপ গণযোগাযোগ; নাতিদীর্ঘ দুপুরের ধ্বনি; কিছু মেরুদন্ডী উচ্ছ্বাস অন্যতম। তার সৃজনশীল কার্যক্রমের জন্য বিভিন্ন সংগঠন থেকে সাহিত্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। লেখকের ১৯৯১ সালে শিরিন আক্তারকে কবুল বলে সংসার শুরু করেন। সংসার জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা। পেশাগত জীবনে তিনি অধ্যাপনায় আছেন বরিশালের একটি ফাজিল মাদ্রাসায় বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক।


No comments

Powered by Blogger.