সান্ত্বনা-আশা ।। তাসনীম মাহমুদ

সান্ত্বনা-আশা
তাসনীম মাহমুদ

ম্যাপলের বন ধরে হেঁটে যাচ্ছে 
মেহকপরী। শীত আসন্ন- পাতা ঝরা প্রহর। 
নতুন কুঁড়ির খোঁজে উঁকি দিচ্ছে কি আলুথালু দুপুর?

আমাদের বেদনার কান্না লাশের কর্পূরে সমাপ্ত হয়-
দগদগে ক্ষতসমূহ ক্ষোভ পর্যন্ত বেড়ে 
শক্তির দারিদ্র্যে মিলিয়ে যায় সান্ত্বনা আর আশার বাণী নিয়ে।

রমণীদের হঠাৎ লজ্জার মতো 
চমকিত হবে কী শরৎ-হেমন্তের বিকেল!

আমাদের অপেক্ষা বাড়তে থাকে-
আমরা কল্পনায় আঁকতে থাকি
আমাদের ছেলেরা খেলার মাঠ পাবে
হাভাতে ধোঁয়াওঠা ভাত খাবে আর 
স্বাভাবিক মৃত্যুর জায়নামাজে মৃতের দাফন হবে।

এমনও কী হতে পারে 
জিবরাইলের ডানায় মানুষে মানুষে
সৌহার্দ্য আর সস্প্রীতির সম্মেলন হবে!

ম্যাপল পাতায় ধারণ করে আছে গ্রাম-পল্লীর
বহুবিধ জীবনের ইতিকথা। সেখানে শান্তি আসুক
সেখানে ডালিয়া চন্দ্রমল্লিকা জারবেরা আর গাঁদা ফুটুক।

No comments

Powered by Blogger.