একবার ঘুরে দাঁড়ালেই ।। ফজলুল হক তুহিন

 
একবার ঘুরে দাঁড়ালেই
ফজলুল হক তুহিন

অনেক হয়েছে কাব্যগান
অনেক হয়েছে শোকগাথা
অনেক মৃত্যুর স্রোত ধরে আসেনি জমিনে জীবনের রোদ
ভূমিজলহীন মেঘবৃষ্টিহীন ডানাহীন কতদিন আর ধুকে ধুকে মরা
দানব ট্যাঙ্কের গোলা হৃৎপিণ্ড এফোঁড় ওফোঁড় করে দেয়
আমরা ব্যথার সুরে গেয়ে উঠি শুধু ধ্বংসের এলিজি
প্রতিদিন প্রতিক্ষণ মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র বিনাশের দুন্দুভি বাজায়
আর আমরা চোখের নোনা জলে যুগযুগ ধরে লিখে চলি এপিটাফ
এভাবে হয় না, ইতিহাসে এভাবে তিমির বিদায় হয় না।  

রক্তের বদলা রক্ত ছাড়া আর কিছু নেই পৃথিবীতে  
ন্যায়ের বিজয় মানুষের রক্তের ধারায় বহমান চিরকাল।

শুধু একবার চলো ঘুরে দাঁড়াই আমরা
ভূমধ্যসাগর থেকে তুলে আনি তরঙ্গের শক্তি আর তুফানের ক্রোধ  
তারপর হেঁটে চলি সঙ্গে ক্ষোভের দ্রোহের পদাবলী
অক্ষরের ক্ষেপণাস্ত্র ছন্দের রকেট এঁকে দেবে প্রতিরোধ
বন্ধু, শুধু ঝাঁকবেঁধে শিশু হত্যার কান্নায়
বারুদের গানে দাউদাউ জ্বলি।

তারপর সামনে গাজার রাজপথ- মুক্তির মিছিল
অতঃপর লেখা হবে মানুষের জয়- শান্তির নিখিল
তারপর ডানা মেলে দেবে উজ্জ্বল জেরুজালেম
শেষমেশ মানুষের হৃৎপিণ্ডে অঙ্কুরিত হবে সত্যিকার প্রেম॥


No comments

Powered by Blogger.