শিখণ্ডীর কান্না ।। তাসনীম মাহমুদ

শিখণ্ডীর কান্না
তাসনীম মাহমুদ


মেদহীন নদের ঝরঝরে শরীরের তুমুল স্রোত
ডাঙার সর্ষে ফুল; রবী শস্যের বিস্তীর্ণ ক্ষেত আর
কুয়াশায় ঘন হয়ে আসা বিকেলগুলো সাক্ষী-
শশীলজের আবক্ষ মূর্তি, মুক্তার দানার মতো মণ্ডা
আমাকে সিক্ত করতে পারেনি যা কিছু করেছিল 
তোমার লাল নীল বেগুনি কণ্ঠের মিহি-মসৃন সুর। 

এমনও কী হতে পারে- শাড়ীর ভাঁজের মতো
গুছিয়েগাছিয়ে রেখেছো সেইসব দীঘল রজনী,
স্মৃতির ওয়ারড্রব!

সেদিন ব্রহ্মপুত্রের জলে নেমে ছিল চাঁদ; জোছনায় 
ভেসে ভেসে কতপথ ঘুরেফিরে স্থির হলো তোমার
ছায়ানট বাতায়নে... কেউ জানে নি; কেউ দেখে নি।

শিখণ্ডীর কান্নায় আমিও ফিরে এলাম জাক্কুম হাতে-
অথচ পাখির নীড়ের মতো যে ভালোবাসায় 
বুনেছিলে তিলোত্তমা; তার প্রতিটি পালকে আজও
খলবল করে সানবীমপোর্ট্রটে; ইরিন মোরের সুঘ্রাণ। 

তুমি ভুলে যেতে পারো; ভুলে গেছো হয়তো-
আমি হাসনুহেনায় মালা গাঁথি আজও...

No comments

Powered by Blogger.