বৃষ্টির গন্ধের মতো অতীত যে পাখি ।। তাসনীম মাহমুদ


বৃষ্টির গন্ধের মতো অতীত যে পাখি
তাসনীম মাহমুদ

যখন রাস্তাসমূহ পথিক শূন্য হয়ে যায় 
যখন ল্যাম্পপোষ্টগুলো দাঁড়িয়ে থাকে একা
যখন দুধরং মেঘ হিমস্রাব হয়ে নেমে আসে 
পৃথিবীর পর’ তখন কার্তিকের নিঃসঙ্গ সন্ধ্যা
যে পাখির পালকে নীড় খোঁজে; তার সাথে 
দেখা হয় নি আমাদের কতক কুঁড়ি বছর।

যার গান ছিলো শিশির ঝরা শব্দের মতো মধুর 
যার দেহ ছিলো রমণীর বাহু-মাংসের মতো সরস
যার ঠোঁট ছিলো প্রেমিকার চুম্বনের মতো চঞ্চল।

যে কিনা বৃষ্টির গন্ধের মতো অতীত
যে কিনা দুর্লভ আকাঙ্খার মতো দীর্ঘ
যে কিনা কুয়াশামাখা রাতের মতো শীতল।

সে মিশে গেছে কী 
সূর্যতরঙ্গে ঝলসানো মরু বালুকা’ মরু বাগানে!

আহা কার্তিকের পাখি 
কোথায় লুকালে তোমার শীত নিরোধী উষ্ণ পালক? 

No comments

Powered by Blogger.