ইচ্ছে ডানা ।। তাসনীম মাহমুদ

তাসনীম মাহমুদ
ইচ্ছে ডানা

যে জীবন প্রজাপতির রঙের মতো
যে জীবন জোনাকির আলোর মতো
যে জীবন লাফ ফড়িঙের ডানার মতো
আহা! আমারও সাধ হয় তাদের মতো।

যে নদী বয়ে চলে নিরবধি
যে পাখি গায় গান আনমনে
যে ফুল কিশলয় আনে পৃথিবীর 
তারা কত অনিন্দ্য, সুন্দর, নিঃস্বার্থ।

আহা! আমারও যে ইচ্ছে হয় বৃষ্টি হবো।
আহা! আমারও যে ইচ্ছে হয় নিশঙ্ক হবো।

শিশির যেভাবে ঝরে সবুজ ঘাসে
কুয়াশা যেভাবে মিলায় হিমালোকে
গোধূলি যেভাবে জড়ায় গমের ক্ষেতে
মুক্তাদানার মতো অপরূপ মন নিয়ে
মেঘমল্লার শরতের দিনে কী-বা 
শাওন পূর্ণিমা চাঁদের রাতে; আহা!
 
আমারও যে মৌমাছির মতো প্রান হয়!
আমারও যে পিপীলিকার মতো শূঁড় হয়!

No comments

Powered by Blogger.