কবিতা ঐশি বাণীর মতো ।। তাসনীম মাহমুদ

কবিতা ভাবনা

কবিতা ঐশি বাণীর মতো
তাসনীম মাহমুদ

মানুষের জীবন সমুদ্রের স্রোতের ন্যায় বহমান। বহতা জীবনে তাকে পাড়ি দিতে হয় স্রোতের শতবাঁক। এই সমস্ত নানবিধ বাঁকে, চড়াই-উৎরাই’র মাঝে হৃদয়ের সিম্ফনিতে যে সঙ্গটি মনকে প্রশান্ত এবং ভাবুক করে তোলে তা হলো কবিতা। কবিতা সম-সাময়িক জীবনের দর্পণ। কবিতা ভবিষ্যতের ইঙ্গিত! সাহিত্যের লাল নীল বেগুনী যতোসব অধ্যায় আছে তার সমস্তকিছুর ‘প্রসবদ্বার অর্থাৎ মা’ হচ্ছে কবিতা। কবিতা জীবনের কথা বলে; কবিতা সত্য সুন্দর স্বপ্নের কথা বলে। কবিতা আনন্দ, উপমা-উৎপ্রেক্ষা, চিত্রকল্পের মোক্ষম বহিঃপ্রকাশ। কবিতা অন্যান্য সাহিত্য লেখনীর মতো অধ্যাবসায় সিদ্ধ শিল্প নয়; যদিও অধ্যাবসায় লেখনীকে ক্ষুরধার করে তোলে তথাপি কবিতা ঐশি বাণীর মতো স্বর্গ থেকে আসা ঝর্ণার পানির মতো ঝরঝর ঝর্ণা হয়ে আসতে হয়...। স্বর্গের সেই অমিয় ঝর্ণা ছুঁয়ে মানব জীবন হয়ে উঠুক ফুল পাখি মোক্ষিকার মতো পবিত্র এবং আর্থ-সামাজিক জীবনে নেমে আসুক অনাবিল সুখ-শান্তি! 

No comments

Powered by Blogger.