কবিতা সৃষ্টির মায়াজাল ।। নুরুন্নাহার মুন্নি

নুরুন্নাহার মুন্নি’র কবিতা ভাবনা
কবিতা সৃষ্টির মায়াজাল

কবিতা হলো মন এবং মস্তিষ্কের মিথস্ক্রিয় ভাবনার মুক্ত প্রকাশ। নান্দনিক বিষয়ের আড়াল আবডাল অথবা অব্যক্ত কথাগুলোতে মনের শিল্পীর হাতে সাহিত্যের ক্যানভাসে নানান রূপে ভর করে এক অন্য আদলে পরিচয় করিয়ে দেয়াই কবিতা। কবিতা স্বপ্ন, কবিতা সাহস, কবিতা সৃষ্টির মায়াজাল, এক অনন্য দর্শন, আশা জাগানিয়া দিনের মতো। একটি কবিতা প্রভাবিত করতে পারে আমাদের উদয়-অস্ত। ইতিবাচক কিংবা নেতিবাচক, আনন্দ কিংবা বিষাদ, ভালোবাসা, অভিমান, প্রতিবাদ সব কিছুর মলাটবন্দী আত্মপ্রকাশই হচ্ছে কবিতা। কবিতা কখনও কখনও বেহালার সুরের রিদম কখনও কখনও তলোয়ারের ধারালো আঘাতের ছাপ। তাই কবি পৌঁছে যায় সময়ের শ্রেষ্ঠ শিক্ষকের কাতারে। কবিতা যত্নে রাখে সর্ম্পকের বুনন আর ভেদাভেদহীন আলো ছড়ানো ভূখন্ডের ইতিহাস।কবি হয়ে থাকে তার জ্বলন্ত মশাল।

No comments

Powered by Blogger.