সময়ের লিথোগ্রাফ ।। নুরুন্নাহার মুন্নি


সময়ের লিথোগ্রাফ
নুরুন্নাহার মুন্নি

আমি ভাঙছি রোজ পুরনো স্মৃতির মতো
বুনিয়াদি সৌর্ন্দয্যের আবহ টান
গুল্ম লতার মতো প্যাঁচিয়ে ধরে আমার শরীর
অনাস্থার খামে ভালোবাসার চিঠি আসে
জেগে ওঠে ঘুমন্ত শহর
র্স্মাট যুগের সূচনাতে দেখি
অনাবৃত প্রেম কাঁচা মটরশুটির মতো
তড়িৎ সূঁতোয় লিপিবদ্ধ হয় সুখ
রাত পোহালেই হারিয়ে যায় রিসাইকেল বিন
সাদাকালো কষ্টগুলো অনুষঙ্গ খোঁজে
অ¯িথরতার বুকপকেটে অর্থহীন শূণ্যতা
আমি দ্বিগুণ দাবি তুলি আঁধার ভেঙে
যদিও জানি নিশ্চিত এ সময়ের তথৈবচ
তবুও কলমের নিপল জুড়ে থাকে দীর্ঘশ্বাস নিঃসরণ।

No comments

Powered by Blogger.