শেষ কথা ।। মৃগাঙ্ক শঙ্কর পোদ্দার

 শেষ কথা
মৃগাঙ্ক শঙ্কর পোদ্দার

অকুতোভয় সে-
নয় সে যে নিষ্প্রাণ!
হয়ে গেলো কত বেলা
আলো নিবে আসে
জীবন বিছায়ে দরজার মুখে দিন-রাত বসে আছে
নিশ্চিত কেও আসবে বলে।
অপেক্ষায় থাকে সুখ
অপেক্ষায় থাকে দুঃখ
অপেক্ষায় থাকে ঋণ।
হেরে গেছে এক অজানার কাছে, সেখানেতে-
রাত অজান্তে কাঁদে অঝোরে
তারাদের দল ফুল ছুঁয়ে মাটি ছোঁয় না
শোক সেখানেতে নিঃশ্বাসে হেসে বয়
কত অকরুণ, অকৃপণ সব চাওয়া!
পায়নাকো শেষ
সে অনিমেষ!
নিমেষকে করে শূন্য
চলে, চলমান হয়ে রয়
অপেক্ষার ঘরে, অতি অনাদরে আছে যেই জন
তাকে ছোঁয়।
কাল হেসে ওঠে
বলে সময়ের রঙ কালো।
অসহায় ঠোঁট আলগোছে বেজে ওঠে
ব’লে ওঠে- সব ভালো।

No comments

Powered by Blogger.