চন্দ্রমৌলি ।। মৃগাঙ্ক শঙ্কর পোদ্দার

চন্দ্রমৌলি
মৃগাঙ্ক শঙ্কর পোদ্দার

চন্দ্রমৌলি- একখানি ফুলের নাম
আকাশের বুকে ফুটে থাকে সে-
থোকায় থোকায়, অসংখ্য দলে
দুধ-সাদা রঙ তার, পদ্ম সে নয়
পৃথিবীর পথে, পথের ধারে-
তার দেখা মেলে না
বাড়ির দেয়ালে, লতায়-পাতায় সে জড়ায় না
অমরায় থাকে সে, নিভৃত আবাসে
দেখা তার মেলেনা চোখ মেলে চাইলেও-
ভাবলেও মন-প্রাণ ভরেনা আঘ্রাণে
মুখ-চোরা, মন-চোরা সে
চন্দ্রমৌলি- একটি ফুলের নাম।
জোছনা রাতে, পাতায়-পাতায়,
পৃথিবীর গাছের ডালে-
চন্দ্রকিরণ দোলে যখন-
ইন্দ্রের সভাগৃহে গীতিবাদ্যের আনন্দ-হিল্লোল
সক্কলে স্তব্ধ যখন সে মায়ায়-
লোক-অলোকের সব্বাই মেতে থাকে-
নিজ নিজ সুন্দরের ব্যাকুল অর্চনায়
আমি জেগে থাকি পৃথিবীর বুকে
চেয়ে থাকি মুক্ত আকাশে, একা
ও ফুটে ওঠে। আমি দেখা পাই। দেখে যাই
ফুটছে দলে দলে, একখানি বৃন্ত থেকে-
থোকা থোকা সহস্র সে, সলজ্জ ভঙ্গিমায়
বিরাট আকাশে এক রাশ হাসি তার অনেক যন্ত্রণার
আমি মেতে থাকি হাসি টুকু দেখে তার, হয় ত’ বা
ভাবনায় ঘ্রাণ পাই তার, প্রাণ জুড়ে।
সাদায় সাদায় গড়া প্রতিমা তার, মনখানি কাড়ে
আমি চেয়ে থাকি। মজে থাকি
হঠাত বেহিসেবি ক্ষণে মিলায় সে, আকাশ গহনে
‘আবার আসবো’ শুধু এইটুকু কথা পৃথিবীর বাতাসেতে বাজে
আমি শুনি। শুনে যাই। অপেক্ষায় থাকি আমি আরেকটি পূর্ণিমার
চন্দ্রমৌলি নাম তার, একখানি আশ্চর্য ফুল।

No comments

Powered by Blogger.