আমিও লিখবো ।। নুসরাত জাহান
আমি হয়তো নজরুলের মতো করে
বিদ্রোহের কথা লিখতে পারবো না,
আমি হয়তো রোকেয়ার মতো করে
নারী জাগরণের কথা লিখতে পারবো না
আমি হয়তো জসীমউদ্দিনের মতো করে
গ্রাম-বাংলার কথা লিখতে পারবো না।
আমি হয়তো রবীন্দ্রনাথের মতো করে
শেষের কবিতা লিখতে পারবো না।
আমি হয়তো নুরুলদীনের মতো করে
সংগ্রামের কথা লিখতে পারবো না।
তবুও আমি লিখবো আমার মতো করে,
এক আলোকিত সমাজে অবহেলিত
হওয়া গরীব, দুঃখী মানুষের কথা।
যারা দিনের পর দিন অনাহারে কষ্টে
জীবন বিসর্জন দিচ্ছে।
আমি লিখব ধনী ভদ্রলোকের কথা
যারা নীতিবাক্য বলে সমাজকে
অন্ধকারে ঠেলে দিচ্ছে।
যাদের নীতি বাক্যের চাকার নিচে পড়ে
যাচ্ছে আমাদের আলোকিত সমাজ।
No comments