বিষণ্ণ লাগে ।। নুসরাত জাহান

 

বিষণ্ণ লাগে
নুসরাত জাহান

আমি তো তোমার কথা মনে করি না
তবুও কেন? ভাবনারা এসে তোমার কথা
নিয়ে ভিড় করে আমার হৃদয়ে এসে।

আমি তো তোমার জন্য মন পুড়াই না
তবুও কেন? শুধু দুঃখ বয়ে আসে আমার
                এই ভালোবাসাহীন হৃদয়ে।

আমি তো তোমার জন্য রাত জাগতে চাই না
তবুও কেন? ঘুম আসে না, আমার এই
                   কাতর চোখ দুটোতে।

আমি তো পূর্ণিমার রাতে তোমার পাশে 
দাঁড়িয়ে চাঁদ দেখতে চাই না, তবুও কেন?
একা দাঁড়িয়ে চাঁদ দেখতে বিষণ্ণ লাগে।

আমি তো ল্যাম্পপোস্টের হলদে আলোতে 
তোমার হাত ধরে হাঁটতে চাই না, তবুও কেন? 
চলার পথে মনে শূন্যতা বিরাজ করে।

No comments

Powered by Blogger.