অভিমানি ছেলেটা ।। নুসরাত জাহান

 

অভিমানি ছেলেটা
নুসরাত জাহান

বহুদিন আগে এক সন্ধ্যায় সে মিনতি করে 
বলেছিল একবার মুখ তুলে তাকাও আমার পানে
একবার রাখো আমার চোখে চোখ।

অভিমানের সুরে সেদিন বলেছিলাম আমি
তোমার পানে তাকালে ঘেন্না হয় আমার।

আমার কথা শোনে সেদিন সে নোনাজলে     
ভাসিয়ে ছিল তার কাতর চোখ। 

আজ ঢের দিন পর স্তব্ধ কবরের পাশে 
একটুখানি চোখ চাওয়াচাওয়ি করার জন্য 
আমিও যে নোনাজলে ভাসাচ্ছি আমার চোখ 
অভিমানি ছেলেটা কি তা আর জানে? 


No comments

Powered by Blogger.