সৌন্দর্যের আরেক নাম দার্জিলিং ।। লাবণ্য সীমা

 

সৌন্দর্যের আরেক নাম দার্জিলিং 
লাবণ্য সীমা

কে বলে আকাশের রঙ বেদনার
দার্জিলিং এর আকাশ আমার হৃদয় ছুঁঁয়ে গেছে।
কে বলে আকাশ কেবল কাঁদে 
রৌদ্র ছায়ায় আকাশ এমন সুন্দর সাজে
দার্জিলিং এর আকাশ না দেখলে তা কেউ কখনোও জানবেই না
নীল আকাশে অবয়ব ছেড়ে 
ঐ একটু দূরে নীল আকাশ ভেদ করে সিলভার কালারের
শাড়ি পড়ে যে উঁকি মারছিলো 
তারনাম দিয়েছে কাঞ্চন জংঘা। 
আহা এমন অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি চোখ যেন স্থির হয়ে যায়।
রূপ তার কবে কে দেখেছে এমন করে জানি না
প্রকৃতির সাথে প্রেম আমার অনেক পুরোনো
এবার দার্জিলিং গিয়ে আমার সে প্রেম আরো দ্বিগুণ তিনগুন হয়ে গেছে।
সৃষ্টির এই সান্নিধ্যে যেনো স্বর্গের।

No comments

Powered by Blogger.