পরিচয় ।। লাবণ্য সীমা

 
পরিচয়
লাবণ্য সীমা

ঢেউ জলে পরিচয় আমাদের 
জলের তলে মৃত্যু 
আমরা চাইলে ভাসবো জলে
নিরব রইবে কেউ কেউ।
ঢেউজলে পরিচয় আমাদের 
স্রোতের টানে ভেসে গেলেও 
মনে রবে চিরদিন।
সাগর তীরে বালুতে লেখা হয়েছিলো তোমার নাম
সাগরের লোনা জলে একদিন তা এমনিতেই মুছে যেতো।
সম্পর্কের টানা পোড়নে
তুমি একটু আগেই তা মুছে দিলে
আমার তাতে একটুও দুঃখ নেই
সম্পর্কগুলো আজকাল এমনই স্বচ্ছকাঁচের মতোই ঢুনকো হয়।
সামান্য আঘাতেই তা চুর চুর হয়ে যায়।
কিন্তু 
হাতের রেশম চুড়ির মতোই সুন্দর 
তোমার আমার নিটল ভালোবাসা।
মাধুবী আর বাগান বিলাসের মতোই কালজয়ী হয়ে রবে।
ঢেউজলে পরিচয় হলেও
তা কখনো ঢেউ জলে ধুয়ে যাবে না।
তুমি রবে নিরবে আমার হৃদয়ের মধ্যখানে।
অভিরাম জলধারার মতোই প্রবহমান রবে তোমার আমার প্রেম।

No comments

Powered by Blogger.