এই ছেলে তুমি আমার হবে ।। লাবণ্য সীমা

 
এই ছেলে তুমি আমার হবে
লাবণ্য সীমা

আমি শুনতে চাই যা
কেউ এখনেও শোনেনি
আমি সেই না বল কথাগুলো পাখি হয়ে শুনতে চাই
শত কথার ভাঁজে ভাঁজে ভালোলাগার মৃদু ঢেউ তুলতে চাই তোমার মনে
শিরায় শিরায় কথার গুনগুন আওয়াজে শিহরিত হতে চাই
আমি তোমার প্রেমের বর্ণায় ভেসে যেতে চাই দূর থেকে আরো দূরে
আমি তোমার কানে কানে কুহেলিকা হয়ে তার সুরে গান শোনাবো
তুমি কাছে টেনে নিবে
বুকের লোমশ নীড়ে আমি ডুবে যাবো
বাহু বন্ধনে বিহবলিত হয়ে তোমাতে মিশে যাবো
আমি তোমার বণ্যা হয়ে শেষ পথ পাড়ি দিতে চাই
আমি তোমাকেই ভালোবাসতে চাই আর তোমার ভালোবাসায় সিক্ত হতে চাই।

No comments

Powered by Blogger.