মেঘ রং ।। অধরা আলো

 
মেঘ রং 
অধরা আলো

আমি জানি তুমি মেঘ রং পছন্দ করো 
আমায় বলেছো মেঘ রং এর শাড়ি পড়তে
পরক্ষণেই বললে না না আমি এসে নেই
তোমায় মেঘ রং এর শাড়ি কিনে দিবো
আচ্ছ! তুমি কি কল্পনায় একেছো কভু? 
মেঘ রং এর শাড়িতে কেমন লাগবে? 
আমিতো মেঘের মতই, বলতে পারো ধূসর বর্ণের 
তোমার কি ভালো লাগবে অবয়ব
আমি শুনেছি স্বপ্নে কল্পনায় মানুষ সুন্দর 
আমি তো তোমার স্বপ্নের মতো ডানা কাটা পরী নই
তুমি কি আমায় ভালোবাসতে পারবে?  
আমি যদি তোমার রং তুলিতে আঁকা মনের
ক্যনভাসের মতো না হই, তুমি কি ছেড়ে যাবে? 
জানি না, জানতেও চাই না, তবুও অবুঝ মন 
ক্ষণে ক্ষণে প্রশ্নরা এলোমেলো করে দেয় জগৎ! 
তাহলে কি অবচেতন মন, তোমায় নিয়ে ভাবনায় হারায়। 
অলীক কল্পনারা এসে রং ছড়ায়? নতুন স্বপ্নের 
আঁকিবুঁকি মনের চিলেকোঠায়?  
কি জানি! জানি নাতো! ওহে প্রিয়তম।

No comments

Powered by Blogger.