তোমার আসার প্রতিধ্বনি ।। অধরা আলো

 
তোমার আসার প্রতিধ্বনি 
অধরা আলো

তোমার আসার প্রতিধ্বনি বাজে কর্ণ কুহরে 
অপেক্ষার সময় থমকে রয়, ফুরোয় না বেলা
ভালোবাসা চিরন্তন জানি, শত বর্ষের চেনা
তবুও তুমি দূর-বহুদূর, অনুভবে তোমায় ছোঁয়া
শব্দরা সব অগোছালো হয়, কণ্ঠে স্তব্ধতা 
তুমি কাছে আসলে ভুলে যাই সব কিছু 
ভাষারা হারায়, শুধু পাশাপাশি হেঁটে চলা। 
নিন্তব্ধতা ঘিরে ধরে, স্পন্দন বাড়ায় নিঃশ্বাসেরা 
এটাই তো শুদ্ধতম আক্ঙাকা ভালোবাসায় ঘেরা
চাওয়া পাওয়ার নেই আক্ষেপ স্বপ্নের নেই খেলা 
তবুও ভালোবাসি ভীষণ দুজনেরই জানা
দু-চোখ ভরে শুধু ক্ষনিক তোমায় দেখা 
দু’জনের মনের ভাষা তো দুজনেরই খুব চেনা।

No comments

Powered by Blogger.