অধরা স্বপ্ন ।। অধরা আলো

 

অধরা স্বপ্ন 
অধরা আলো

ঘুমহীন দু-চোখ, মন যে ব্যবুল 
কোথায় পাব জানা নেই স্বপ্নের ঠিকানা
ভালোবাসার অনিন্দ্য আরাধনা
কার বক্ষ জুড়ে পরিতৃপ্তির নিঃশ্বাস
কেইবা করে বাস, অন্দর মহলে
কল্পনার জগৎ কত যে রঙিন 
হয় যে বেসামাল
সাধের পালক যায় যে ছড়িয়ে 
প্রজাপতির রং বাহারে
জীবন বড় ধূসর গোধূলি বিকেল 
কেটে যায় শহরের দম বন্ধ করা 
চার দেয়ালে
নারী বলে দেহ খাঁচায় বন্দী প্রাণটার
ইচ্ছেগুলো রোজ দুমড়ে মুচড়ে 
পরে রয় অন্যের উপেক্ষাতে
সয়ে যত অবহেলা
জানালার গিরিল ঘেঁষে বিস্তীর্ণ 
ঐ আকাশ নীলে নির্বাক চেয়ে থাকা
আকুতি ঝড়ের বেগে কেউ কি আসবে? 
দেহের খাঁচা থেকে করে দিতে মুক্তি
বড্ড ক্লান্ত আজ! পারছি না সইতে 
প্রাণ পাখিটার ভার 
অধরা স্বপ্ন সারথি রোজ ভাসায় নয়ন জলে।

No comments

Powered by Blogger.