ছিলো না খাবার ভাবনা ।। রানা জামান

 

ছিলো না খাবার ভাবনা
রানা জামান

সমর করেছি নয় মাস ব্যাপে
জীবনের মায়া ছাড়িয়া,
বাদাড় আপগা পেরোনোর গতি
চিতাও গিয়েছে হারিয়া।

খাবার ভাবনা ছিলো না মাথায়
দেশের ভাবনা মাথায়,
সমরের আগে কত যে লিখেছি
বিদ্রোহের ছড়া খাতায়।

হানাদার ছিলো চোখের সামনে
আদত যাদের ভয়াল,
লড়েছি দারুণ অরির বিরোধে
ভরসায় ছিলো দয়াল।

পুড়েছে আবাস হারায়েছে মান
শহীদ হয়েছে বাঙালি,
চোয়ালে দৃঢ়তা জুলুম সহিয়া
রবো না ওদের কাঙালি।

নয়টি মাসের সমরের শেষে
দ্বিষতের হলো পতন,
ডিসেম্বরের ষোল ইতিহাস
স্বাধীন হয়েছে বতন।

No comments

Powered by Blogger.