শহীদের রক্তে ফোঁটে ফুল ।। শওকত আলম

 
শহীদের রক্তে ফোঁটে ফুল
শওকত আলম 

মুক্তির মিছিলে জনতার ঢল 
আমার মায়ের সালাম 
লাল টুকটুকে বোনের হাসি 
এ আমার বাংলাদেশ। 

শহর গ্রাম মুখেমুখে শ্লোগান 
ভাটিয়ালি মেঘনার গোন 
উড়ে লালে সবুজের পতাকা 
বাদাম তোলে শিবশার মাঝি। 

বাংলার নদীজলে পাকখায়
শহীদের রক্তের ফোঁটারা 
শত-শত গণকবর ইতিহাস 
পিতার কাঁধে স্বজনের লাশ। 

আমজনতা মিছিল নামে 
শহীদ মিনারে জমায়েত 
শোকে কাতর দলমত এক...
আমার সোনার বাংলাদেশে।

No comments

Powered by Blogger.