বারুদের ঘ্রাণ শোঁকে ।। তমিজ উদ্দীন লোদী

 
বারুদের ঘ্রাণ শোঁকে
তমিজ উদ্দীন লোদী

যখন তরুণ ও তরুণীরা অস্ত্র হাতে বারুদ ফোটালো
তখন নদীতে তরঙ্গ হলো, বাতাসে বিক্ষেপ হলো পাখির
বনে বনে হরিণেরা পাক খেলো

গোটানো পাখা অকস্মাৎ মেলে ধরলো অসংখ্য ময়ূর
শরতের ভোরের মতো ঝরে পড়তে চাইলো শিশির ও শেফালি
যেন তারা রুদ্ধ হয়ে ছিল, সব গ্লানি মুছে দিয়ে এবারে মুক্তি পেলো

বারুদের ঘ্রাণ শোঁকে
কাক্সিক্ষত বৃষ্টি এলে
হারিয়ে গেল নিঃসঙ্গ রক্তের গাঢ় বিষাদ।

শোক রূপান্তরিত হলো সুখে।

No comments

Powered by Blogger.