বিজয় আমার বিজয় ।। জাকির আবু জাফর


বিজয় আমার বিজয়
জাকির আবু জাফর

জানতাম একদিন বিজয়ের সাথে দেখা হবে আমাদের
একদিন বিজয় আমাদের উঠোন ভর্তি নিয়ে আসবে এক খণ্ড আকাশ
নিঝুম দুপুর এসে জিরিয়ে নেবে আমাদের ছাদের বিছানায়
কলার দীর্ঘ পাতায় নেমে আসবে বিকেলের কোমল রোদ
উঠোনের মেহেদীর ঝোপে রাত নেমে এলে অন্ধকারের
হাসির মতো জ্বলে উঠবে জোনাকির দল
গোলাপ ঝাড়ের তলপেট থেকে ঝিঁঝিঁর একটানা স্বর রাতের শরীরে
কোথাও তিতির ধ্বনি কোথাও ডাহুকির ডাক কোথাও রাতজাগা পাখি
এসবই বিজয় আনন্দের গান

আমি জানতাম একদিন বিজয় আমাদের পুকুর জলে ভাসিয়ে দেবে
নক্ষত্রের ফুল। জোছনার জৌলুস ভাসিয়ে দেবে মাঠের বুক এবং
দীঘির প্রশান্ত জলে গোসল দেবে পূর্ণিমা চাঁদ
আমাদের পথে পথে নিরাপদ হবে চাঁদ এবং চাঁদহীন রাতের পথিক
ঝাঁকে ঝাঁকে থেমে যাবে কালো হাতের উত্থান
ক্ষমতার দম্ভে ভেংচিকাটা মুখগুলো অমাবস্যায় ডুবে যাবে সহসা

আমি জানি একদিন গণতন্ত্রের সাথে দেখা হবে আমাদের
মুখ ফিরে পাশেই দাঁড়িয়ে স্মার্ট হ্যান্ডশেক করে বলবেÑ
আমি এসে গেছি তোমাদের বুকের কাছে
কণ্ঠ উঁচু করে বলো-বিজয় আমাদের বিজয়
জয় গণতন্ত্রের জয়।

No comments

Powered by Blogger.