ভিখেরী ।। শহিদ আজাদ

 
ভিখেরী
শহিদ আজাদ


ভিখেরী হতে পারিনি
ভালোবাসায় ভিখেরীপনা মানায় না
স্বপ্ন আর জীবনের মাঝে যে সম্পর্ক 
সেখানে ভালোবাসা বেঁচে থাকে
বেঁচে থাকে আমাদের স্বপ্ন ও জীবন।

ভেবেছিলাম তোমাকে ভালোবেসে
ধন্য হবো, ধনী হয়ে যাবো
সুখের স্বপ্নের জোয়ারে ভাসবো
সুখের পায়রা হয়ে আকাশে উড়বো
অথচ ভালোবেসে হয়ে গেলাম
কপর্দকশূন্য পুরোপুরি ভিখেরী।

এখন শুধুই শূন্যতা যেন এক সাহারা মরুভূমি!

No comments

Powered by Blogger.