তোমার নেই কোন দায় ।। শহিদ আজাদ

 
তোমার নেই কোন দায়
শহিদ আজাদ

খুচরো পয়সার মতো 
সময়কে জমিয়ে রাখি তোমাকে দেব বলে
সময় হারিয়ে যায় অসময়ের অশান্তিতে জড়িয়ে 
তোমাকে হয় না সময় দেয়া 
তুমি অপেক্ষার চাদরে নিজেকে ঢেকে 
প্রতিক্ষার প্রহর গুনতে গুনতে 
ভোরের শিশিরের মতো 
টুপটাপ ঝরাও চোখের জল।

ব্যাংকের ভল্টের মতো 
কথামালা লুকিয়ে রাখি হৃদয়ের কুঠুরিতে 
তোমাকে বলবো বলে 
কোনকিছুই হয় না বলা 
অস্থির আস্তিনে নিজেকে গুটিয়ে রেখে
শরবিদ্ধ পাখির মতো ছটফট করি একা একা
ডানা ঝাপটাই পাই না ঠাঁই
যেন এক সমুদ্র অতল।

আমারই ব্যার্থতা 
আমারই অক্ষমতা 
আমি বড় অসহায়;
এ বড় কঠিন সময়
আমার লাগে শুধু ভয়
তোমার নেই কোন দায়।

No comments

Powered by Blogger.