স্রোতের অভিমুখ ।। নজরুল মোহাম্মদ
হৃদয় বিষিয়ে ওঠে- প্রবল অন্ধকারে চোখের ‘পরে ছাপিয়ে উঠে ঝমঝম বৃষ্টি! কথার পথে দূর্গ, তার ওপাশে প্রাচীন প্রহরী। স্তব্ধতার পাশে না-পাওয়ার বেদনা দপদপ করে জ্বলে- ক্রমে জিয়নকাঠির খেলায় মন বিভোর হয়ে থাকে, সেখানে বোবা-জল ছুঁয়ে সময় ছুটে চলে সমুদ্রে যেখানে ডুবছে নদী তুমুল দীর্ঘশ্বাসে! ঠোঁট খুলছে, চুমু ভাঙছে- মিলছে না আত্মহননের খোঁজ।
আশ্চর্য রাতের মতো দাঁড়িয়ে আছে দিন- ভাঙ্গনমুখী চোখ ঝুঁকে পড়ছে দীর্ঘ দুঃখে, বেঁকে যাচ্ছে হাসি পোড়া রোদে। মানুষের বুকে মরে থাকে অজস্র কলি ফোটার আগেই আর ফুলের দোকানে গলা-কাটা ফুল হাসে তীব্র যন্ত্রণায়! যে মালী দিয়েছে জল, সার, আগলে রেখেছিলো যত্নে সে-ও কী হতে পারে হন্তারক? ফুলের চোখ ফুটে গেলে গাছও চিনে যায় বিশ্বাসঘাতক।
প্রেম পুরোটাই আগুন, যার সর্বাঙ্গ রঙিন- পোড়ে আরও উজ্জ্বল হয়! প্রেমের কাছে জীবন আলোভূক পতঙ্গের মতোন! খুব সহজেই হৃদয়গুলো আগুন ঢালে হৃদয়ে- আষ্টেপৃষ্টে জ্বলবে, জ্বালাবে- বিরহে উড়াবে স্মৃতির ছাই! ভালোবাসা আজ সেই ভীতু হরিণীর মতো যাকে গ্রাস করতে ছুটে আসে ডোরাকাটা বাঘ!
অথচ, আমাদের ফেরার পথ মাটির গর্ভের দিকে চলে গেছে-
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/samoiki
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801720070848
🔗 E-MAILL
samoikionline@gmail.com
No comments