অহম-ঝড় ।। নজরুল মোহাম্মদ

 
অহম-ঝড়
নজরুল মোহাম্মদ

যাপনে আমরা নানারঙ ছড়াই! ইজেল জানে কী করে করতে হয় রঙের ব্যবচ্ছেদ- রঙ জানে না ইজেলের মনোবেদনা! পরিচিত মুখের আড়ালে ভাষা অচেনা- মন বুনে যায় নিস্তব্ধ, বোবা স্বপ্নের কথা- নীরব ঘুমে পড়ে থাকে বেদনাজনিত বাগান সেখানে দায়বদ্ধ নেই জীবন স্বপ্নের কাছে তবু মর্মার্থসমীপে জটিল প্রশ্নে আজন্ম কেঁদেছে মন স্বস্তির পিপাসায়।

অনুতাপের শীর্ষবেদনা গভীর বর্ষণে ছুঁয়ে গেছে জমাট নির্জনতা যে অসামান্য ক্ষতে উপশমের ছলে দিয়ে গেছে আরও বিরহ-প্লাবন। এ নিথর দৃষ্টি জ্বলে পড়ে আছে অদৃশ্য মিছিলের অনুচ্চারিত শ্লোগানে- মিথ্যাবাদীর প্রণয়ের অধিক ধূম্র-কুহকে দিয়েছে বিসর্জন লাস্যময় দিন! হৃদয়ে অপ্রকাশ্য কাটাকুটির দাগ রীতি ভেঙে ব্যপ্ত করেনি শ্মশানের অস্থিরতা- বল্কে উঠছে যন্ত্রণার আগুন, পোড়ে নিঃশেষ হয়েছে নিজেরই বেদীতে।

প্রতীক্ষার উপহাসে না-পাওয়া একমুঠো জল দিগন্তরেখায় এঁকে গেছে সর্বনাশের অহম-ঝড় সেখানে জুড়ে থাকার প্রতিজ্ঞায় হারিয়ে যায় প্রেম- মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার মাদুলিতে মাথাচাড়া দিয়ে ওঠে কালোজাদু যেখানে গল্পগুলো দীর্ঘ হলে ফুল-ফোটা সুগন্ধি সময়ে ডেকে আনে নাগ-মনসার ফণা!
যৌথযাপনে সুখ নেই- সৃষ্টিকর্তা তাই একা!

No comments

Powered by Blogger.