রোদসী কান্না ।। নজরুল মোহাম্মদ

 

রোদসী কান্না 
নজরুল মোহাম্মদ 

রঙের নীবি খুলে এলোমেলো হয়ে আছে আকাশ- যেন সমস্ত কথা চুরি গেছে। তবু কারো ফেরার শব্দে কান পেতে আছে পথ- যার বুকে পড়ে আছে মিহি ধুলোর মতো অজস্র অনুরাগ।

পরিচিত হতে গিয়ে কেঁপে উঠেছি চোখের গভীরে যেখানে বাউল হাওয়া হাহাকারের গন্ধ ছড়িয়ে চলে গেছে আনমনে- আলো খুঁজছি অথচ কোথাও নেই বারুদের মজুদ! অন্ধকারের বাক্সে ঘুমিয়ে পড়েছে জাদুরকাঠি।

জীবনের মাঁচায় লাউয়ের ডগার মতো ফণা তুলে আছে দুঃস্বপ্ন যে নীরহ ব্যথার মেঘে দিচ্ছে আশকারা- আলাপের নদী ছুটে যাচ্ছে সমুদ্রে! বিস্তীর্ণ দুপুরের মনমরা জানালায় জেগে আছে চোখ— নিজেকে বলার মতো গল্প ফুরিয়ে যায়!

নিঃসঙ্গ হলে নিজেকে সাহসী মনে হয়। লাশ আর কাফনের গোপন সংলাপে ভাবি কবরের কথা- মিলন, না-কি বিরহে পোড়ে শে?

চাঁদের মতো কাঁদতে পারে না বলেই মানুষ বেদনায় ডুবে যায়!


No comments

Powered by Blogger.