কিছু’না ।। বৃষ্টি মিনা

 
কিছু’না
বৃষ্টি মিনা

কিছু’না শব্দটি অভিমানের অন্য নাম 
দমফাটা আর্তনাদের অপর নাম কিছু’না
জিব্বা কামড়িয়ে কষ্ট সহ্য করার পরও
কান্না লুকিয়ে হাসির অপর নাম কিছু’না।

সব আড়াল করার মুখোশের নাম কিছু’না
কিছু’না হৃদয়ে পাথরের পাহাড় সৃষ্টি করে,
এই কিছু’না শব্দের কাছে 
এরুভূমিও হার মানায়।

কিছু’না বললেই সেখানে ঘটে অনেক কিছু
আপন মানুষকেও হৃদয় থেকে দূরে রাখে কিছু’না।

কিছু’না শব্দটি অনেক দম্পতিকে 
অবসরে পাঠিয়েছে নিরলয় নির্বগ্নে।

কিছু’নার কাছে হেরে গেছে অনেক কিছু;
হেরেছে পরিবার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন 
চেনা অচেনা সব সম্পর্ক
কিছু’না অভিমানের চূড়ান্ত স্তরের নাম।

No comments

Powered by Blogger.