দুর্বোধ্য ।। বৃষ্টি মিনা
দুর্বোধ্য
বৃষ্টি মিনা
বৃষ্টি মিনা
তটিনী নামটা আমি তোমাকে উপহার দিলাম,
নজরুল যেমন সৈয়দাকে নাম দিয়েছিল নার্গিস,
তুমি আমার কাব্যরানী, কখনো বা সুভাষিণী!
নজরুল যেমন সৈয়দাকে নাম দিয়েছিল নার্গিস,
তুমি আমার কাব্যরানী, কখনো বা সুভাষিণী!
হে সুন্দরী প্রিয়তমা, তিলোত্তমা! তোমার তুলনা শুধুই তুমি!
তোমার পরিচ্ছন্ন মন ব্যাকুলতার সৃষ্টি করে-
কান্ত নদীর মতো সরল গতি কখনো
তরঙ্গিণী হয়ে চল চপল ছুটে চলা-
আমাকে দুর্বল করে বারবার!
তোমার প্রতি আমার বিধাতা প্রদত্ত সাগরে চাঁদের টান-
প্রণয় জোয়ারে মম উচাটন-
এটাকে কেবলই ভালোবাসা বলা যায় না, এর চেয়েও বেশি কিছু!
তোমার নিষ্পাপ হরিণী নয়ন চাহনি পবিত্রতার সুবাস ছড়ায়-
বাতাসে উড়ে উড়ে নাসিকা রন্ধ্রে এক স্বর্গীয় অনুভূতিতে ভাসায়।
ওই প্রাণবন্ত হাসির মাঝে কোন ছলনা নেই,
তোমার কোমল হৃদয় মমতায় ভরা
তোমার সাথে অভিযোগ শব্দ বড্ড বেমানান।
তোমার জ্ঞানের জ্যোতি অপরূপ রূপ রশ্মিতে আকর্ষিত করে আমায়।
তোমার প্রতিভা পুষ্প সৌরভ স্নিগ্ধ বিভা
হার মানায় পূর্ণিমার আলো।
তোমার তপস্যায় জ্ঞানের জয় হোক-
তোমার কথায় মুগ্ধতার আলো ছড়িয়ে পড়ুক।
তটিনী তোমার কবিতার আমি চির রাজকুমার-
আজ প্রাণ ভরে শুধুই কাছে আসা,
খুনসুটি, অনুরাগ আর ভালোবাসা-
একবারও যেন দৃষ্টি না সরে
আজ মন উজার করে বলবো সব
তুমি শুধু শোনবে, শোনবে আর শোনবে-
আজ শুধুই তুমি আমার-
আমার প্রিয়তমা।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/samoiki
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801720070848
🔗 E-MAILL
samoikionline@gmail.com
No comments