সময় ।। বৃষ্টি মিনা

সময়
বৃষ্টি মিনা

সময় আমাকে সময় দেয়
দেয় বেঁচে থাকার অনুপ্রেরণা,
সময় আমায় বাস্তবতার সাথে আলিঙ্গন করায়
সময় সুখ-দুঃখের পার্থক্য বুঝায়।

সময় আমাকে আগলে রাখে
সময় আমাকে ভালোবাসতে শেখায়, 
যত্ন নিতে শেখায় নিজেকে
সময় আমার সাথে থাকে সারাক্ষণ।

সময় আমাকে ভালো অনুভবের শক্তি দেয়
আমাকে পৃথিবী ঘুরে দেখতে সহায়তা করে,
সময় আমাকে সারাক্ষণ সাহায্য করে 
বাঁচিয়ে রাখে নানান আশায়।

সময় আমাকে সঠিক সময়ের 
সঠিক কাজ করতে বুদ্ধি দেয়,
সময় আমাকে স্বার্থপর মানুষ চিনতে শেখায়
বুঝতে শেখায় আপনা আর পরের পার্থক্য। 

সময় আমার জন্ম দিনে উপস্থিত ছিল 
আর মৃত্যুতেও থাকবে,
সময়ের ক্ষমতা সব সময় চলমান 
সময় বুঝিয়ে দেয় সময়মতো কার জায়গায় কোথায়।।

No comments

Powered by Blogger.