সনেট ।। রোখসানা ইয়াসমিন মণি

সনেট
রোখসানা ইয়াসমিন মণি 

আমাকে কে বলে: যাবি কবিতা পাড়ায়?
আজব জমিন তার শব্দের কী খেলা!
সেখানে কদম্ব দোলে থোকায় থোকায়
মাটির মন্দিরে বসে জীবনের মেলা।

সেখানে আলোর পাখি সকালের মতো
মুখ থেকে ফেলে দিয়ে উত্তাপের বীজ,
সে বীজে ফোটায় কথা পৃথিবীর যত
কথা যেন কথা নযয় সুষমা খনিজ!

কবি লেখে কথা গুলো সনেট-পয়ারে
কথাগুলো হয়ে যায় অক্ষরবৃত্তের,
বাতাস উতলা হয় দূরের হাওড়ে
চারিদিকে দোল ওঠে অসম নৃত্যের।

তখন টগবগে ফোটে কবির পাঁজর
নিত্য-অনিত্যের ফণা কবিতার ঝড়।

No comments

Powered by Blogger.