জাতক ।। রোখসানা ইয়াসমিন মণি

 
জাতক
রোখসানা ইয়াসমিন মণি 


আলাভোলা আকাশটা নীলাভের চাঁই
এই দেখে আমি মণি উজানে উতরাই,
উজানে টানলে কেউ থাকে স্বাভাবিক!
কুল ভেঙে পাড় ভেঙে ছুটি দিগ্বিদিক। 

কে আমারে নিচ্ছে তার চোক্ষের ভিতর
আগুন করিয়া পানি বহি তরতর!
বিবাগী হইয়া খুঁজি খোয়াবের রাইত
মনোপুরে দিলা সিঁধ বনহুর ডাকাইত!

কসম! এ শইল্যে কামড়ায় চিত্রা হরিণ,
মজাইয়া মোহন রোগে নেয় জাতক মীন।

No comments

Powered by Blogger.