তোর অনুভবে ।। রোখসানা ইয়াসমিন মণি

 

তোর অনুভবে
রোখসানা ইয়াসমিন মণি 

যদি বা কখনো তুই ভুলে যাস তবে!
রবো কি তখনো বেঁচে তোর অনুভবে?
যখন আবার খ্ুঁজে নিবি কোনো প্রাণ,
আচমকা যে তারই মাঝে পাবি সে সন্ধান,
প্রেম হয়ে আছি আমি সকলের প্রাণে
মিশে আছি অরণ্যের অলৌকিক গানে। 

সোনালি অরণ্যে পাবি সেই অনুভূতি
আমিই ছিলাম তোর স্বপ্নের সেঁজুতি,
 কখনো খুঁজে না পাই তোকে যদি আর
অনুভবে তুই হবি স্মৃতির জোয়ার,
হৃদয়টা খুঁড়ে নিয়ে যাবে সেই ভুল
যেদিন দিয়েছি তোকে প্রথম বকুল।

No comments

Powered by Blogger.