আমার কণ্ঠে এমন সুধা ।। মতিউর রহমান মল্লিক


 আমার কণ্ঠে এমন সুধা


আমার কণ্ঠে এমন সূধা 

দাও ঢেলে দাও হে পরোয়ার 

যা গিয়ে এই ঘুমন্ত জাত 

ভাঙ্গে যেন রূদ্ধ দুয়ার। 


আমার গানের পরশ পেয়ে 

অশ্রু ধারায় ওঠে নেয়ে 

শাহাদাতের ভাগ্য চেয়ে 

জীবন জুড়ে আনে জোয়ার। 


আমার গানের সুরে প্রভু 

দিও দিও অগ্নিধারা 

দ্বীন কায়েমের চির সবুজ 

অনুভূতি পাগল পারা। 


আর কোরানের আয়াত দিয়ে 

তৌহিদেরই শরাব পিয়ে 

হেরার পথের রোশনী নিয়ে 

পার হয়ে যায় দূর পারাবার ।। 




No comments

Powered by Blogger.