প্রাণের ভেতরে প্রাণ ।। মতিউর রহমান মল্লিক


 প্রাণের ভেতরে প্রাণ


প্রাণের ভেতরে প্রাণ খুঁজে ফিরি

গানের ভেতরে গান

হৃদয়ের তীরে হৃদয়ের ঢেউ

খুঁজে ফিরি অবিরাম ॥


জীবনের ঘরে জীবন আসে না কেনো

জীবনকে ভালো জীবন বাসে না কেনো

সাম্পান খুঁজে পায় না আজো

কেনো যেনো সাম্পান ॥


মূলের ভেতরে মূলের কামনাগুলো

ফুলের ভেতরে ফুলের বাসনাগুলো

প্রাণের সোনালি রেখায় রেখায়

ফুটতো যদি অম্লান ॥


মানুষের নীড়ে মানুষের ছায়ানীড়

কেনো যে হয় না নিকষিত সুনিবিড়

সম্মান জুড়ে কোথায় এখন

আলোকিত সম্মান ॥




No comments

Powered by Blogger.