আফসার নিজাম এবং আহমদ বাসিরের ভূগোল ।। মতিউর রহমান মল্লিক
আফসার নিজাম এবং আহমদ বাসিরের ভূগোল
কবি রেদওয়ানুল হককে
তীক্ষè শরীর, ধারালো দুচোখ, তীর্যক ভাষাভাষী:
তীব্র কথার অন্তরালের অকপট বিশ্বাসী-
পরিমল প্রশ্বাসী।
একদা তুমুল দুহাতে মাখবে মেধার দাপট, লাল-
সবুজের মতো স্বতঃপত্পত্ কবিতার সমকাল-
প্রজ্ঞার মহাকাল।
দৃষ্টি রাখুক প্রত্যয়তম সমবেত সুন্দর;
অবাক স্বদেশ অথবা দেখুক সব্যসাচীর ঝড়-
দীপ্র দিগন্তর।
No comments