বাংলাদেশের প্রান্ত হতে ।। মতিউর রহমান মল্লিক


 বাংলাদেশের প্রান্ত হতে


বাংলাদেশের প্রান্ত হতে 

সালাম জানাই হে রাসূল 

আমার কণ্ঠে কণ্ঠ মিলায় 

তোমার অশিককুল। 


তোমায় ছাড়া অন্য কারো নেতা মানি না 

তোমার জন্য সয়ে যাব সকল বেদনা 

সেই সে শপথ নিতে আমরা 

এই মাঠে মশগুল। 


আমরা তোমায় ভালোবাসি

নজীর যে তার কত 

রক্ত দিলাম সাগর সাগর

মানিক শত শত। 


তোমার পথে এগিয়ে যাব পিছপা হব না 

শহীদী খুন আরতো বৃথা যেতে দেব না 

এই এ শপথ আঁকড়ে আছি 

নড়বো না এক চুল।



No comments

Powered by Blogger.