স্বাধীন চড়ুই ।। মতিউর রহমান মল্লিক

স্বাধীন চড়ুই


কিচির মিচির ডাকছে চড়ুই

ছাদের খোপে খোপে;

আবার কখন যাচ্ছে উড়ে

ধারের কাছের ঝোপে।


ব্যস্ত বড় সকাল সাঁজে,

সময় কাটায় কাজের মাঝে

রাত্রি হলে ঘাপটি মারে

দালান কোঠার ঘোপে।


উঠোন ভরা ধানের গাদায়

চড়ুই পাখির ঝাঁক

তাড়িয়ে দিতে মা-মণি ঐ

দিচ্ছে কেবল হাঁক।


হাত বাড়িয়ে দুষ্টু ছেলে

হঠাৎ করে ধরতে গেলে

ফুড়ুত ফুড়ুত যায় উড়ে সব

কার মধুরনাম জপে।



 


No comments

Powered by Blogger.