হ্যাপি ।। মতিউর রহমান মল্লিক

 

হ্যাপি


শাহবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী হ্যাপির স্মরণে


চাকায় চাকায় পিষ্ট হবে

আর যে কত হ্যাপি-

কত সোনার ছেলে-মেয়ে

সমস্ত দেশ ব্যাপি!


নিত্য শুধু শূন্য হবে

কত মায়ের কোল যে!

ঘরে ঘরে উঠবে অবুঝ

কান্নাকাটির রোল যে!


ট্রাফিক পুলিশ, ট্রাফিক আইন

সবই আছে হায় রে!

তবু কেন হ্যাপিদের আজ

জীবন চলে যায় রে!




No comments

Powered by Blogger.