লড়াই ।। মতিউর রহমান মল্লিক

 

লড়াই


মারলে একটা পাখির ছানা

একটাই যায় মরে,

ছিঁড়লে একটা ফুলের কলি

একটাই যায় ঝরে।


কিন্তু একটা মারলে মানুষ

করলে একটা খুন-

খুন করা হয় সকল মানুষ

সকল তমদ্দুন।


তাই খুনিদের বিরুদ্ধে হও জড়ো-

লড়াই লড়াই তুমুল লড়াই করো।






No comments

Powered by Blogger.