ক্ষুদে মরিচ ।। মতিউর রহমান মল্লিক
ক্ষুদে মরিচ
ক্ষুদে মরিচ ক্ষুদ্র তবু
ভীষণ রকম ঝাল তাতে,
একটুখানি চিবাও যদি
জ্বলে ভীষণ গাল তাতে।
সারাদেহ উল্টা তার,
যেমন জাত ও কুলটা তার,
তাই তারে কেউ কয় যে খাঁড়া,
টকটকে লাল ছাল যাতে
ক্ষুদে মরিচ ক্ষুদ্র তবু
ভীষণ রকম ঝাল তাতে।
ক্ষেতের মরিচ ক্ষেতেই পাবে
চতুর্দিকে আল যাতে
ক্ষুদে মরিচ ঘরের কাছে
হয় যে অনেক ডাল তাতে।
আকাশী তার অন্য নাম,
পান্তাভাতে অন্য দাম,
লবণ দিয়ে মাখলে দারুণ
হয় যে স্বাদু ডাল তাতে।
ক্ষুদে মরিচ ক্ষুদ্র তবু
ভীষণ রকম ঝাল তাতে।
ক্ষুদে মরিচ মেশাও যদি
লাল ভেবে কেউ আলতাতে
এবং মাখো বুঝবে তখন
কেমন আছে মাল তাতে।
মেজাজ যে তার ফটাংফট,
ক্ষেপলে করে চটাংচট,
চোখের পানি বেরিয়ে ছাড়ে
ঠিক থাকে না তাল তাতে।
ক্ষুদে মরিচ ক্ষুদ্র তবু
ভীষণ রকম ঝাল তাতে।
একটা ক্ষুদে মরিচ ডলে
নুনের সাথে চালতাতে,
খায় যদি ঠিক দশ বারো জন
মারবে দু'শো ফাল তাতে।
তাই তারে কয় বিষমরিচ,
কোথায় যে তার পাই হদিস?
বললো সে এক সদরঘাটের
হোটেলওয়ালা কাল রাতে।
ক্ষুদে মরিচ ক্ষুদ্র তবু
ভীষণ রকম ঝাল তাতে।
No comments