মুন্নার পান্ডা ।। মতিউর রহমান মল্লিক

মুন্নার পান্ডা


মুন্নার পান্ডাটা তুলো দিয়ে বানানো

কিনে দিয়েছিল যেটা মুন্নার মা-নানু।


পান্ডাটা দেখতে যে কিম্ভূতকিমাকার

দেখলে তা বুক কাঁপে, এমএ পাশ সীমা’পার

যদিও উচিৎ নয় এ-খবর জানানো।


পান্ডার জন্যেতো আগে থেকে খাঁচা নেই

তবু তা ধরতে গেলে কারো আর বাঁচা নেই

মুন্নার দুই হাত লাঠি আছে শানানো।


মুন্না যেখানে যায় পান্ডাটা সাথে রয়

কেউ যদি চুরি করে সারাক্ষণ এই ভয়

পান্ডাটা ছুঁলে তাই বলে ওঠে না না নো।


অবশেষে একদিন কী করে যে মুন্নায়

পান্ডাটা খোয়া গেলে ছিলো বহুগুণ যায়

খেলা ঘরে যেটা যেতো পুরোপুরি মানানো।


পান্ডার খোঁজে তাই দিশেহারা সকলেই

খুঁজতে খুঁজতে গেলো কটা দিন ধকলেই

হঠাৎ তা পাওয়া গেলো আলনায় টানানো।


ফাঁসির কাপরে জামা পরিয়েছে তাতে কেউ

ছোট-খাটো পেট্টায়ও জড়িয়েছে তাতে কেউ

লিখেছে ‘হয় নি ঠিক মূর্তিটা আনানো।


নিজের ইচ্ছে যতো ওটা ফাঁসি দিচ্ছি তাই

আসল পান্ডা ছাড়া আর কোনো দাম নাই

চাই নাতো আর কিছু না না নো’।



 


No comments

Powered by Blogger.