আমার দেশ প্রাণের বাংলাদেশ ।। মতিউর রহমান মল্লিক


 আমার দেশ প্রাণের বাংলাদেশ


যেখানে মেঘের মতো পাতার অন্ধকার

পাতার আড়ালে ঝরে কণ্ঠ খঞ্জনার

ডাহুকের ডাক শোনে শান্ত বিলের ঢেউ

নীরবতা ছুঁয়ে যেনো কবিতা লিখছে কেউ

সেখানে আমার দেশ প্রাণের বাংলাদেশ

সেখানে আমার সুর, গান অনিশেষ ॥


খালের দুধারে বাড়ি ছায়াছবি কথা কয়

ছবিতে জড়িয়ে পড়ে বর্ণালী সঞ্চয়

গাছের শাখায় দোলে রৌদ্রের বাঁকারেখা

অযুত পাখির গানে স্বরলিপি হয় লেখা

সেখানে প্রাণের দেশ আমার বাংলাদেশ

সেখানে আমার সুর, গান অনিশেষ ॥


নদীর পরেও নদী রূপালি পথের ধারা

মাঠের পরেও মাঠ দিগন্তে দিশেহারা

তার মাঝে বলাকারা ধ্যানে থাকে মগ্ন যে

আবার কখনো হয় উড়বার লগ্ন যে

সেখানে প্রাণের দেশ আমার বাংলাদেশ

সেখানে আমার সুর, গান অনিশেষ ॥


তালগাছে ঝুলে থাকে পাখিদের শুভনীড়

সন্ধায় কাকলির জমে ওঠে মায়ামিড়

রাত্রির ছাদে নড়ে তারার কুসুম-কলি

জোনাকিরা জ্বেলে দেয় আলোকের দীপাবলি

সেখানে প্রাণের দেশ আমার বাংলাদেশ

সেখানে আমার সুর, গান অনিশেষ ॥





No comments

Powered by Blogger.